গল্প-কবিতা

বইমেলায় কবি আব্দুল কুদ্দুসের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আত্মার নির্জনে’

লাবণ্য হক

অমর একুশের বইমেলায় এফ এম আব্দুল কুদ্দুসের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আত্মার নির্জনে’ প্রকাশিত হয়েছে।
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের বেহুলাবাংলা প্রকাশের ৪৬৯, ৪৭০, ৪৭১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

লেখকের প্রথম কবিতার বই ‘জাগ্রত চিত্তে’ পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ।

এফ এম আব্দুল কুদ্দুস। কবি । যদিও উনি পেশায় একজন ব্যাংকার। জন্ম বগুড়া জেলার কাহালু উপজেলার ডোমার গ্রামে। বেড়ে উঠা ও বগুড়াতেই। পড়াশোনা করেছেন বগুড়ার কাহালু উচ্চ বিদ্যালয়, সরকারি আজিজুল হক কলেজে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বর্তামানে তিনি রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে কর্মরত। ব্যাংকার হয়েও মননশীলতায় আকৃষ্ট হয়ে লেখালেখিতে অবসর সময় কাটান। তার প্রথম কবিতার বই ‘জাগ্রত চিত্তে’ প্রকাশিত হয় ২০১৯ একুশে বইমেলায়। এবারের অমর একুশে বইমেলায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আত্মার নির্জনে’ প্রকাশিত হয়েছে।

বইটি পাওয়া যাচ্ছে-
সোহরাওয়ার্দী উদ্যানের বেহুলাবাংলা প্রকাশের ৪৬৯, ৪৭০, ৪৭১ নম্বর স্টলে।

 

চিত্রদেশ//এইচ//

 

Related Articles

Back to top button