গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘ঔদার্যের বন্যায়’

অনস্তিশীল থেকে অস্তিত্বশীলে এসে
পরম সত্তার মরমি আদেশের আমানত বয়ে
আমি এগিয়ে চলেছি ভাগ্যলিপির খোঁজে এক অন্তহীন দিগন্ত
কিন্তু অশান্ত মন হারায়নি এতটুকু ধৈর্য
বরং ঐশী ভালোবাসার দেদীপ্যমান আলোয়
কষ্ট ও দুঃখের হাজারো কাহিনি মান হয়ে যায় মহানুভবতার মোহনায়
যন্ত্রণায় তীব্র অনুভূতিতে উদাসী মন পাল তোলে প্রেমের যমুনায়
বেদনার নীল সাগরে হারিয়ে যায় রক্তিম অভিজ্ঞতার হৃদয়স্পর্শী গাঁথা
বিদগ্ধ মনের সীমাহীন হাহাকার শূন্যতা ঢেকে যায় ঔদার্যের বন্যায়
জেগে থাকে শুধুই জীবনের গল্প
সভ্যতার করূণ চাহনি!

 

 

Related Articles

Back to top button