গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকে কবিতা ‘ফেরিওয়ালা’

আমরা ভাই ফেরিওয়ালা
শুধু পেটের জ্বালায় মানুষের দ্বারে চলি। কখনো বা পায়ে হেঁটে, বাসে চড়ে ঠেলে যেয়ে
সবার কাছে পণ্যের ফেরি করি।
ঝড় বৃষ্টি, রোদ শীত-
সেসব কথা নাইবা বলি!
আমরা ভাই ফেরিওয়ালা,
শুধু পেটের জ্বালায় মানুষের দ্বারে চলি। দুমুঠো অন্ন জোগাতে মাইলের পর মাইল চলি।
সুযোগ পেলেই কথার ফাঁকে ফাঁকে পণ্যের ফেরি করি।
কখনো বিরক্তির সুরে কটুকথাও বেশি শুনি।
বড্ড বেশি হলে চড়-থাবড়া খাই,
মাঝেমধ্যে কানও নিজের মলি।
আমরা ভাই ফেরিওয়ালা,
শুধু পেটের জ্বালায় মানুষের দ্বারে চলি।
দরদামে মিললে কথায় কপালটা ভালো বলি।
এমনও আছে দিন নেই বিক্রি, তবু বেশ কষ্টে চলি।
মাঝেমধ্যে কেউ পণ্য নেয়, দেয় না দাম-
কার কাছে বা বলি?
হাজারো কষ্ট সয়ে দুঃখের সাগর বেয়ে,
জীবন-জীবিকার তাগিদে আমরা
প্রতিদিন ছুটে চলি।
আমরা ভাই ফেরিওয়ালা,
শুধু পেটের জ্বালায় মানুষের দ্বারে চলি।
ভাগ্যের পরিহাসে ফেরি করি ঠিক আছে
আমরাও কিন্তু মানুষ।
যারা আমাদের কটুকথা বলে
তাচ্ছিল্যের সুরে অবজ্ঞা করে
বিধাতা বাড়াও তব জ্ঞান-হুঁশ।
দিনের পরিশ্রম শেষে ঘরে ফিরে হেসে হেসে
ক্লান্তির ঘুমে দেখি ফেরি করি, চারিদিকে কত মানুষ।
আমরা ভাই ফেরিওয়ালা,
শুধু পেটের জ্বালায় মানুষের দ্বারে চলি

Related Articles

Back to top button