গল্প-কবিতা
শেখ নজরুল এর কবিতা ‘মুক্তি’
চাইলে যখন একটু কেনো রাখলে বাকি
মুক্তি পেতে হবো তোমার খাঁচার পাখি
তুমি দুধ কলা ভাত দিও আমায় রোজ সকালে
কিছুই মনে করবো না তো ইচ্ছেকরে মন ঠকালে
আমি তো আকাশটাকে দিলাম বড়ো ফাঁকি
মুক্তি পেতে হবো তোমার খাঁচার পাখি
গাছে গাছে সরাটাদিন গান করেছি কত
সে গান শোনার জন্য কারো পাইনি মনের মতো
খাঁচায় বসে গাইলে যে গান সবাই অবাক হয়
সবাই তখন পাখিটারে ময়না সোনা কয়
ইচ্ছে করে সবার বুকে মধুর প্রেমে থাকি
মুক্তি পেতে হবো তোমার খাঁচার পাখি
🌷
সুরবাড়ি
২২ ফেব্রুয়ারি ২০২০
কবি-শেখ নজরুল