গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘ক্ষোভের আগুন’

অনাহারের পৌনঃপুনিক কষাঘাতে জর্জরিত মনের গহীনে ক্ষোভের আগুন
দাউ দাউ করে জ্বলে ওঠে চোখের নিমিষেই
ছারখারকরে ফেলে পথচলার সবুজ পথ প্রান্তর
যেন ধূ-ধূ মরুভূমির বুকে যেমন জেগে ওঠে মরীচিকা।
তবুও ক্লান্তির মিছিলে প্রশান্তির ঝর্ণা থাকে
কল্পনার রঙীন মনে নিত্য নতুন স্বপ্ন আসে
চর্যাপদের বাণীতে সান্ত্বনা খোঁজে অদম্যের নায়ক।
আবারো স্নিগ্ধতার নতুন পরশে প্রেম জাগে
মানসিক দ্বন্দ্ব, সংঘাতক্লিষ্ট মন বিধাতার নিকট ভিক্ষা মাগে
চিরন্তন সত্যের পূজারী হয়ে দুদন্ড শান্তি পায় পাপী-তাপী মন।

Related Articles

Back to top button