গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘পবিত্রতার স্নিগ্ধ সাগরে’

পরম ঐশ্বর্যের ঐশী ঠিকানায় নিজেকে ভেবে
দুঃখ কষ্ট ও ক্লান্তির বিভীষিকাময় চাদরে নিজেকে মুড়িয়ে
আমি হেঁটে চলেছি স্বর্গীয় প্রশান্তির এক মহিমান্বিত উদ্যানে
সুবাসিত অতীন্দ্রিয় অনুভূতির মনোমুগ্ধকর প্রাঙ্গণে
যেখানে স্বপ্ন ও সাধনার মণিকাঞ্চনে হৃদয় নৃত্য করে
ভাবনার অতলান্ত সাগরে বিবেকের প্রহরীরা নোঙর করে
হালকা হয়ে আসে বিক্ষুব্ধ মনের পুনঃ পুনঃ ঝড় ঝঞ্জা
নফসে আম্বারার আস্ফালন বিলীন হয় পবিত্রতার স্নিগ্ধ সাগরে
প্রশান্ত চিত্ত সমাহিত হয় ইশকে এলাহির অনন্ত বলয়ে
মন ছুটে যেতে চায় ইলমে লাদ্দুনির পবিত্র ছায়ায়
যে ছায়ার সুশীতল অনুভূতি মানুষকে হাতছানি দিয়ে ডাকে চিরকাল
তাং-২৪ /১২/২০২০, মোংলা ।

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button