গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘যন্ত্রণার নকশিকাঁথা’

আমি বলিনি আমাকেই ভালবাসতে হবে
বলিনি তোমাকে আমার কাছে আসতেই হবে।
তবে রাতের তারারা মিটিমিটি আলো জ্বালিয়ে
আমাকে মনে করিয়ে দেয় তোমার কথা।
সেই চেনা প্রিয় মুখ!
যাকে আমি প্রতিদিন খুঁজে বেড়ায়
হাতে হাত রেখে হারিয়ে যেতে চাই
ঐ দূর পাহাড়ের দেশে
যেখানে পাহাড়ের কোলে মেঘের লুকোচুরির
দৃশ্য আমার হৃদয়কে ছুঁয়ে যায় গভীরে ।
আমি বলিনি আমার পাশে তোমাকে বসতেই হবে,
গাইতেই হবে তোমাকে গান।
আহ! কী মধুর মিষ্টি ছিল তোমার কণ্ঠ
অনেক আগেই করেছ তুমি হরণ আমার মন প্রাণ।
যেন শুন্য আমি,
নিঃস্ব আমি,
রিক্ত আমি,
আবেগের ভারে নুয়ে পড়া প্রেমিক আমি।
আমি বলিনি আমার পাশে তোমাকে থাকতেই হবে
সইতে হবে নিরব ব্যাথা ,
বুনতে হবে দুঃখ, কষ্ট ও যন্ত্রণার নকশিকাঁথা ।
গাইতে হবে বিরহের গান,
ভাবি তোমার হৃদয়টা ভেঙে হবে খান খান!
আমি চাইনা,
আমি চাইনা বিষের পেয়ালা কর তুমি পান।
অনুরোধের ঢেঁকি গিলে
তুমি হয়োনা পেরেশান।

Related Articles

Back to top button