গল্প-কবিতা
মেহেবুব হকের কবিতা ‘বেদনার নীল আকাশ’
যৌবনের আলপনায় খেলা করে জীবনের গল্প
কল্পনার অনন্ত ঢেউয়ে পাল তোলে উদাসি মন
হাহাকার ও শূন্যতার ডামাডোলে অস্থির বিশ্ব
বিরহ মিলনের মাতলামিতে সেজেছে জীবনের প্রাঙ্গন
তবুও থেমে নেই মানুষের নিরন্তর পথচলা
চুপিসারে মনের কথা প্রিয়জনকে বলা
থেমে নেই সভ্যতার মায়াজালে মানবতার অবমাননা
শোষণ নির্যাতন ও নিষ্পেষণের হাহাকারময় সঙ্গীত
বঞ্চনা ও ক্ষোভের নিষ্ঠুর ইতিহাস
সবকিছুকেই ছাড়িয়ে
বেদনার নীল আকাশ ঘুরিয়ে
জীবন আমাদেরকে নিয়ে চলেছে ক্ষমা ও প্রাপ্তির অন্তহীন দিগন্তে
তাং-২৪/১০/২০২০, খুলনা