গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘এই তুমি সেই তুমি’

না হয় হয়েছে বয়স,
হয়েছে তাতে কি-
সেই তুমিই তো এই তুমি,
কি ক্ষতি এমন যদি-
বেশি হাসো একটুখানি।
একটু হেসে না হয় তুমি-
বসতে আমার পাশে,
আমার বোধহয় লাগতো-
আরও বেশি ভালো।।
সেই তুমিইতো এই তুমি,
কি ক্ষতি এমন যদি-
ধরতে আমার হাত।।
না হয় দিন হয়েছে পাড়ি।
কি ক্ষতি এমন যদি-
বললে্ কথা প্রান খুলে॥
এই তুমিই তো সেই তুমি,
না হয় আবারও-
চিনে নিতে আমায়,
প্রথম দেখার মত করে।।

 

Related Articles

Back to top button