গল্প-কবিতা

রমজান এসেছে

মেহেবুব হক

রমজান এসেছে, ইবাদতে এসেছে প্রাণ
সারাটি মাস রাখবো রোজা ইচ্ছা বেগবান।
হৃদয়ের নদীতে ভক্তির ঢেউ সতত বহমান
দিয়েছাে তুমিই শক্তি সাহস দয়াময় রহমান।
রমজান এসেছে নিয়ে মওলা প্রেমের ঘ্রাণ
ছাড়ি অন্যায় অপকর্ম বান্দার হৃদয়ে ডেকেছে বান।
ইশকের হার গলায় পরি জিকিরে বান্দা বেসামাল
রেখেছে রোজা আল্লাহর জন্য ভুলি সব আরাম।
রমজান এসেছে নিয়ে বিশ্ব ভ্রাতৃত্বের টান
করাই সকলকে ইফতার-এ যেন বেহেস্তের বাগান।
ভুলি সকল হিংসা-বিদ্বেষ করি সকলকে সম্মান
ভেদাভেদ ভুলি করি সকলকে সত্যের পথে আহ্বান।
রমজান এসেছে করি বরণ এ মাসকে আপ্রাণ
অন্তরের পবিত্রতায় ধন্য হোক বান্দার মন-প্রাণ।
ত্যাজি কলুষিত জীবন বাড়ায় জীবনের শান
করি হাসিল আল্লাহর নৈকট্য-করবেন তিনি জান্নাত দান।

১৯.০৫.১৯ ঢাকা

 


কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button