গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবি মেহেবুব হকের কবিতা ‘পহেলা বসন্তের ক্ষণে’

শীতের রুক্ষ প্রকৃতির জ্বরা ব্যাধি ও ক্লান্তি ধুয়ে মুছে ফেলে
সারি সারি বাহারি রুপের পশরা প্রকৃতির মাঝে ঢ়েলে
ঋতুরাজ বসন্ত আজ উঁকি দিয়েছে
বাঙালির মাঝে প্রেমের ভিখারী সাজে।
আবারো ফাগুনের আগমণে প্রকৃতিতে রঙ লেগেছে
বহুদিন পর কৃষ্ণ চূড়ার নিচে নির্মল প্রাণ ফিরেছে
কোকিলের কুহু কুহু তানে বার্তা ছড়িয়েছে দশ দিগন্তে।
তবুও মনের মাঝে নিস্তব্ধতার দিগন্তজোড়া ছোঁয়া
প্রিয়জনের বিরহে হিতাহিত জ্ঞান শূন্য আমি
অপার বিষ্ময়ে চেয়ে আছি দিগন্তের ওপাড়ে
মনে বড় আশা মিলবো তোমার মনে
পহেলা বসন্তের ক্ষণে।

Related Articles

Back to top button