
প্রধান সংবাদ
জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
নিজস্ব প্রতিবেদক
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণের লক্ষ্যে সারা দেশের সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।
শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ নিষেধাজ্ঞাটি চলবে শনিবার (১ নভেম্বর) থেকে ৩০ জুন পর্যন্ত।
নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, বিনিময় বা মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া আইন অমান্য করলে ১ থেকে ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
উল্লেখ্য, দেশে ইলিশের টেকসই উৎপাদন বজায় রাখতে প্রতি বছরই এই সময়টিতে জাটকা রক্ষা কার্যক্রম পরিচালনা করে সরকার।





