প্রধান সংবাদ

জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

নিজস্ব প্রতিবেদক
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণের লক্ষ্যে সারা দেশের সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ নিষেধাজ্ঞাটি চলবে শনিবার (১ নভেম্বর) থেকে ৩০ জুন পর্যন্ত।

নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, বিনিময় বা মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া আইন অমান্য করলে ১ থেকে ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

উল্লেখ্য, দেশে ইলিশের টেকসই উৎপাদন বজায় রাখতে প্রতি বছরই এই সময়টিতে জাটকা রক্ষা কার্যক্রম পরিচালনা করে সরকার।

Related Articles

Back to top button