গল্প-কবিতা

কানিজ কাদিরের কবিতা ‘মাগো, কেমন আছো

মাগো তোমার জন্য হয়না আর
চিন্তা আমার-
আমি খুব আরামে আছি,
দিব্যি ঘুরছি, ফিরছি, খাচ্ছি-দাচ্ছি।
বিছানায় আমার প্রিয় জায়গায় শুয়ে
টেলিভিশন দেখছি।
কোনই কাজই তুমি নেই বলে,
থেমে নেই আমার।
সবই হচ্ছে, চলছে ঠিকঠাক।।

তোমাকে দেখতে যাবো যাবো,
এই ভেবে সময় বের করতে হবে-
শত ব্যস্ততায়-এইতো ! আজ না হয় কাল,
তোমার বিছানায় তোমার পায়ের কাছে,
চুপটি করে বসবো।
তুমি হঠাৎ চেয়ে দেখে চমকে যাবে,
বলবে-”কে এসেছে, আমার মা।”
তুমি উঠে বসবে-

এক ঝিলিক খূশীর ঝলক তোমার ম্লাণ মুখে।
মা- গো, আমি তো সারাক্ষণই ভাবি এসবই।।

ভুলে যাই সবকিছু আমি,
ভাবি- যাই মা’কে বলে আসি-
আমার যত খুশীর খবর,
আমার যত জমানো কথা।।
তোমার ছবির সাথে তাইতো কথা কই,
তোমার সেই দু’টি চোখ আমায় দেখে,
আমায় বলে নানা কথা,
আমি তোমায় জিজ্ঞেস করি-
মাগো কেমন আছ তুমি?
তুমি বলো- আমি আছি এইতো
‘তোমরা কেমন আছ? শুধাও আমায়,
বল, আমরা ভাল থাকলেই নাকি
তুমি পাও অনেক শান্তি।।

 

Related Articles

Back to top button