গল্প-কবিতাপ্রধান সংবাদবইমেলা

বইমেলার সময় বাড়ছে

স্টাফ রিপোর্টার:
এবারের বইমেলায় সময় বাড়ানো হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান। তবে বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বুধবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর বইমেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। তবে এবার এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে মেলা শুরু হবে। শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।
প্রতি বছর মেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এবার এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে মেলা শুরু হবে, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি বেলা ৩টায় ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।
প্রতি বছর বইমেলা ফেব্রুয়ারির এক তারিখ শুরু হলেও করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় এবার মেলা ১৫ তারিখ শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
//এল //

Related Articles

Back to top button