প্রধান সংবাদ

ফকির আলমগীরের চলে যাওয়া এক কিংবদন্তির প্রস্থান: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
গণসংগীতশিল্পী ফকির আলমগীরের চলে যাওয়া এক কিংবদন্তির প্রস্থান বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিল্পীর মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

গভীর শোক জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ফকির আলমগীর শুধু গণসঙ্গীতশিল্পীই ছিলেন না। তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে কাজ করেছেন। এদেশের গণসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ফকির আলমগীরের মতো শিল্পী একদিনে তৈরি হয় না। বহু বছরের সাধনায় তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি। দক্ষ সংগঠক হিসেবে গণসঙ্গীতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং জনপ্রিয় করে তোলায় তার ভূমিকা অনন্য।

 

চিত্রদশ//এফটি//

Related Articles

Back to top button