গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘দিদারে এলাহী’

ঐশ্বর্যের অমর মালাগাঁথা আমারই অঙ্গের পরতে পরতে
আমারই হৃদয়ের আঙিনায় প্রতিদিন শোভিত হয়
ঐশী প্রেমের দ্বার
আমারই পরশে ক্ষণে ক্ষণে ধন্য হয় মানবতার জ্বলন্ত চিরাগ
যে চিরাগের প্রতিটি শিখার স্ফূলিঙ্গ
হৃদয় ও মনে জাগিয়ে তোলে
মওলা পাকের মনোহারিনী খুঁশবু।
যার সুঘ্রাণে মাশরেক থেকে মাগরেব
ছড়িয়ে পড়ে রহমত ও বরকতের অনন্ত ঢেউ
যে ঢেউয়ের স্পর্শে খুলে যায় বদ্ধ মনের হাজারো জানালা
খুলে যায় আশেকে রাসুলের প্রেমের দরজা
যে দরজার চৌকাঠে প্রতিদিন প্রতীক্ষার প্রহর গোনে
অলি আউলিয়া গাউস কুতুব ও আবদালের দল
যাদের ফয়েজের রৌশনি ফানা-ফি শায়খ হতে
পৌঁছে যায় ফানা-ফি রাসূলুল্লায়
ইশকের অনন্ত ঢেউ পরিশেষে সমাহিত হয় ফানাফিল্লায়
লা-মোকামের অনন্ত জগতে হাসিল হয় দিদারে এলাহী।
০৫ ডিসেম্বর, ২০২৩, যশোর ।

Related Articles

Back to top button