গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘হে মহান স্বাধীনতা’

হে মহান স্বাধীনতা ,
তুমি দিয়েছ আমাদের উপহার
শোষণ পরাধীনতার শিকল হতে মুক্ত দেশ ।
দিয়েছ তুমি রাঙা প্রভাতের নতুন ক্ষণে জন্ম নেয়া
চির লাল সবুজে ঘেরা মানচিত্র খচিত দেশ।
হে মহান স্বাধীনতা,
তোমার কারণে আর দেখিনা
বিবস্ত্র তরুণীর পচা গলা ক্ষত বিক্ষত লাশের স্তূপ ।
দেখিনা প্রজ্জলিত বসত ভিটা ,
জাতির সূর্য সন্তানদের রক্ত-স্নাত নিথর পবিত্র দেহ ।
হে মহান স্বাধীনতা ,
তোমার কারণে দেখিনা
মা বোনদের সম্ভ্রম ভিক্ষা চাওয়ার কী অসহায় নিষ্পাপ আকুতি।
বাঙালির মা বোনদের ইজ্জত
সেদিন কুরে কুরে খেয়েছিল পাকিস্তানি হায়েনার দল।
হে মহান স্বাধীনতা ,
তোমার কারনে দেখিনা
বাঙলা মায়ের দামাল ছেলেদের অস্ত্রহাতে যুদ্ধ করার পৌরুষদীপ্ত তেজ ।
দেখিনা বিজয়ের মশাল নিয়ে ফিরে আসা
বীর সন্তানের প্রতীক্ষায় কাটানো বিধবা মায়ের অটুট বিশ্বাস ।
হে মহান স্বাধীনতা,
তোমার কারণে দেখিনা জয় বাংলা স্লোগানে মুখরিত
হাজার হাজার বীর মুক্তিযোদ্ধার যুদ্ধে যাওয়ার দৃশ্য ।
দেখিনা জীবনকে বিসর্জন দিয়ে পাকিস্থানি কুকুরদের
নিশ্চিহ্ন করা এমন সাহসী তরুণ মুক্তিযোদ্ধার গল্প।
হে মহান স্বাধীনতা
তোমার কারণে দেখিনা
ছেলেহারা মায়ের করুণ আত্মনাদ ,
স্বামীহারা স্ত্রীর বুকফাটা হৃদয়বিদারগ কান্না।
দেখিনা পথ-প্রান্তরে কাটানো মা বাবা হারা
অসহায় শিশু কিশোরদের শুকনো নিস্পাপ করুণ মুখ।
হে মহান স্বাধীনতা ,
তোমার কারণে আমরা পেয়েছি
ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের
ইজ্জতের বিনিময়ে এক দেশ ।
পেয়েছি বাঙালি জাতির মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ ।

Related Articles

Back to top button