মো: মেহেবুব হকের কবিতা ‘আশকে রাসুল হয়ে আমি মদিনাতে ঘুরি’
পূর্ণিমার চাঁদের চেয়েও মিষ্টি আমার নবির হাসি
নবিকে সারাজীবন জীবনের চেয়ে বেশি ভালোবাসি
বিপদে আপদে ইবাদত-বন্দেগীতে নবিকেই ভাবি বেশি
নবির ইশকে মাতোয়ারা হয়েই জীবনের অঙ্ক কষি ।।
হীরা মণি মুক্তার চেয়েও দামী ঐ মদিনার মাটি
সেখানেতে নবির পাক রওজায় যাই আমি ছুটি
অন্তরের সমস্ত আকুতি মিনতি নবীজীকে বলি
দয়াল নবির উম্মত হয়ে আল্লাহ্র পথে চলি ।।
মদিনার বাতাসে জান্নাতের খুশবু আমি অনুভব করি
সেই টানেই মদিনা শরীফ ছুটে যাই তাড়াহুড়া করি
এ জগতে টাকা পয়সা ধন সম্পত্তি তুচ্ছ জ্ঞান করি
নবির মোহাব্বতে জিন্দা হয়ে আমি নতুন জীবন গড়ি ।।
মদিনার আকাশে দ্বীনের সূর্য নাহি অস্ত কোনদিন যাবে
কিয়ামতের পূর্বে দ্বীন এখানেই থাকবে এখানেই অস্ত যাবে
নবির মোহাব্বতে দ্বীনের উজ্জ্বল মশাল এখানেই জিন্দা রবে
আশেকে রাসুলের দিল বারে বারে মদিনাতেই ছুটে যাবে ।।
এ জগতে হায় নয়ন জুড়ানো স্থান আছে ভুরি ভুরি
কেবল মদিনাতেই এসে হয়েছে আমার মনটা চুরি
নবির মোহাব্বতে দিবানা আমি এর নেই কোন জুড়ি
দিল ও জান কুরবান করে আমি মদিনাতেই শুধু ঘুরি ।।