গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘অনাবিল সুখ’

কাব্যের ভুবনে বাকরুদ্ধ হয়ে বাঁচতে চাই না
আয়েশী জীবনের রঙিন চশমা চোখে আঁটতে
চাই না ঐশ্বর্যের ভিড়ে অহমিকায় ভরা শির
আমি শুধুই চাই শীতল পাটির ছায়ায় সুখ শান্তির নীড়।
যে নীড়ের ছোট্ট জানালায় রয়ে যায় স্বর্গীয় সমীরন
আলতো ছোঁয়ায় রোমাঞ্চকর পরশে উঠবে নেচে তনুমন
অতৃপ্ত আত্মা সমাহিত হতে চাহে পবিত্রতার সুশীতল ছায়ায়।
যেখানে হিংসা নেই
নেই মারামারি ও হানাহানির জিঘাংসা
আছে শুধুই শান্তি, অনাবিল সুখ শান্তি।

Related Articles

Back to top button