প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় উজ্জীবিত বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। শুধু ক্রিকেটারই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমালোচিত হয়েছে। ক্রিকেটপ্রেমীরা রীতিমতো হতাশ। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটারদের পাশে থেকে তাদের আগামীতে ভালো করতে উজ্জীবিত করেছেন। প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত বাংলাদেশ দলও।

অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, শতভাগ উজার করে দিয়ে প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। বুধবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো ওরা চমৎকার খেলেছে।’ আশা পূরণ না হলেও হতাশ নন প্রধানমন্ত্রী, ‘যেটা আশা করেছিলাম সেটা হয়নি। আমি কিন্তু আমাদের ছেলেপেলেদের কখনো হতাশ করি না। তাদেরকে আমি বলি আরো ভালো খেলো, আরো মনোযোগী হও, অনুশীলন করো।’ তিনি আরো বলেন, ‘আমি চাচ্ছি তাদের আরো উন্নত ট্রেনিং করাতে। যেন আরো ভালো খেলতে পারে। কথায় কথায় হতাশ হওয়া যাবে না। এটা আবার আমাদের মানসিক রোগের মতো হয়ে গেছে। একটুতেই হতাশ। আবার একটুতেই উৎফুল্ল। বেশি উৎফুল্ল হওয়া ভালো না আবার বেশি হতাশ হওয়া ভালো না। মাঝামাঝি ধৈর্য ধরে থাকি। আগামীতে নিশ্চয়ই ভালো করবে।’

এর আগেও ক্রিকেটারদের পাশে থেকেছেন শেখ হাসিনা। দলের সাফল্য মাঠে বসে উপভোগ করেছেন। ক্রিকেটারদের নিজ কার্যালয়ে ডেকে নিয়ে কথাও বলেছেন। ক্রিকেটাররা সব সময় তাকে পাশে পেয়ে উজ্জীবিত হন। এবার সবচেয়ে বড় দুঃসময়ে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের আগলে রাখলেন। মাহমুদউল্লাহ তাতে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, ‘এটা আমি শুনেছি ও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তার কথা আমাদের আরো অনেক অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, আমাদের দলের জন্য এটা অনেক ইতিবাচক একটা কথা।’

মাহমুদউল্লাহ আরো বলেন, ‘তিনি যেভাবে আমাদের সবসময় অনুপ্রাণিত করেন, যেভাবে আগলে রাখেন, যেভাবে সাপোর্ট করেন, এটা অবিশ্বাস্য। এজন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা এতটুকু নিশ্চিত করব যেন নিজেদের শতভাগের বেশি দিয়ে খেলার চেষ্টা করতে পারি।’

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button