গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘হেদায়তের সুমিষ্ট ফুল’

হেদায়তের সুমিষ্ট ফুলের সুবাস হৃদয়ে ধারণ করে
আল্লাহ ও রাসুলের মহব্বতে পাগলপারা হয়ে
আমি ছুটে চলেছি আধ্যাত্মিকতার চূড়ান্ত মোহনীয় দিগন্তে
যেখানে নিঃশেষ হয়ে গেছে মান অভিমানের অজস্র গল্প
ঝাপসা হয়ে গেছে বস্তুবাদী আসক্তির চোখ ধাঁধানো ফোয়ারা
বিলীন হয়ে গেছে অহংকার ও আমিত্বের বর্ণচোরা কংকাল
মন শুধুই ছুটে যেতে চায় অবিনশ্বর জগতের পানে
ছুটে যেতে চায় চিরায়ত মুক্তির টানে
যে মুক্তির আশায় পাপী মানুষের দল প্রহর গোনে আমৃত্যু
তাং-২২/১২/২০২০, মোংলা ।

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button