গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘তাকে ধরা যায় না’

সে যে দৌড়েঁ ছুটছে
তাকে ধরা যায় না,
তাকে ছোঁয়া যায় না
আমি তাকে ধরতে চাই।
সে যে অবিরাম ছুটছে্
নেই তবে কোন ক্লান্তি,
তার নেই কোন ভ্রান্তি।
আমি তাকে থামাতে চাই,
সে যে ক্লান্তিহীন ছুটছে-
কিন্তু আমি যে ক্লান্ত,
হতে চাই ক্ষান্ত।।
আমি নানা ছল করতে চাই,
তবু পাই না তার কোন ঠাঁই।
আমার হুশ হয়েছে-
আমি আর দৌঁড়াতে পারি না,
তার পিছে পিছে।।
বুঝেছি দিন শেষে-
তার পিছু ছোটাই যে মিছে।।
তাই ভাবছি-
থাক এসব ছোটাছুটি।
যা আছে তাই নিয়ে থাকি,
সে যে নিষ্ঠুর-
শুনেছে কি কখনো কারও কথা?
হৃদয়ে বাজে চিন্ চিন্ কত ব্যথা।
আমি আর চাইনা ভাবতে-
তার চলা নিয়ে।
সে তার মত থাক চলতে-
আর আমি চাইনা কিছু বলতে।।

লেখক: কানিজ কাদীর

 

 

Related Articles

Back to top button