গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘স্বর্গীয় চিরাগ’

আমি চিরদিন তোমাকেই ভালোবাসতে চাই
আমি চিরদিন তোমার পাশেই থাকতে চাই
আসুক-না যে-কোনো কঠিন সময়
আমি চিরকাল তোমার কাছেই ধন্য হতে চাই
ধন্য হতে চাই তোমার সাথে পথ চলে
ধন্য হতে চাই মনের গোপন কথা তোমাকে বলে বলে
সুখের পায়রা আকাশে উড়িয়ে আজীবন আমি
তোমার সাথেই বাস করতে চাই সময়ের তালে তালে
সুখের পায়রা সকলে ওড়াতে পারে না
শান্তিময় নীড়ের স্বপড়ব সবাইকে মোহিত করে না
তাদেরই করে যাদের মনে প্রেম আছে
প্রেমের মাঝে ভাব আছে
ভাবের মাঝে স্বপড়ব আছে
স্বপেড়বর মাঝে জৌলুস আছে
জৌলুসের মাঝে প্রাণ আছে
প্রাণের মাঝে আত্মা আছে
সেই আত্মার স্বর্গীয় পরশের ছোঁয়া
যাদের মাঝে জাগ্রত আছে তারাই পারে
তারাই পারে শুষ্ক হৃদয়ে প্রেম জাগাতে
তারাই গড়ে হৃদ্যতার বন্ধন মানুষে মানুষে
পৃথিবীর সকল দুঃখকষ্ট মনে ধারণ করে
তারাই পারে সুখশান্তির চিরাগ হৃদয়ে জাগাতে।
আমিও সেই চিরাগের দেখা পেতে চাই
যে চিরাগের আলোয় মনের অন্ধকার দূর হয়
ঘোর অমানিশার রজনি কেটে গিয়ে নতুন ভোর হয়
সেই ভোরের আলোয় নতুন শিশু হাসে
আলো ঝলমলে পরিবেশে খুশির ফোয়ারা ভাসে
সেই খুশির ফোয়ারা দেখে উদ্ভাসিত হয় নতুন দুটি মন
তারা ভাবে সময়ের পাল তুলে কাটিয়ে দেবে অনন্তযৌবন
যে যৌবনের স্বাদ মানুষকে আচ্ছনড়ব করে রেখেছে চিরকাল।

Related Articles

Back to top button