গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘চিন্তার অনন্ত ভুবনে’

অনন্ত আনন্দের রাজ্যে বিষাদের ঢেউ
কুয়াশার আবরণে ঢেকে যায় অবলীলায়
মিলিয়ে যায় কালের সমাপ্তিতে দূর নীলিমায়
তবুও রেখে যায় অনুভূতির অজস্র ফোয়ারা
অম্লান হয়ে থাকে যা হৃদয়ের গহীনে
বাঁচিয়ে রাখে আমাকে চিন্তার অনন্ত ভুবনে
ভাবিয়ে রাখে আমাকে শয়নে স্বপনে নিশি জাগরণে

 

কবি: মেহেবুব হক

 

Related Articles

Back to top button