গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘বিরহ’

স্নিগ্ধ সকালে নির্মল সমীরণে
বাঁজায় মনে বাঁশি।
স্মৃতির তাড়নায় খুঁজে ফিরি
তোমার অম্লাণ হাসি।
মুছে যাওয়া দিনগুলো
কাঁদায় আমাকে অগোচরে।
চেপে রাখা কষ্টগুলো
উঁকি দেয় মনের মাঝারে।
মন হয়েছিল উত্তাল-উদ্দাম
খুঁজতে তোমায় ত্রিভুবনে।
প্রেমমালা জপে ব্যাকুল হৃদয়
হয় শান্ত তোমারই রূপ-দর্শনে।
সারি সারি বৃক্ষমাঝে
হতো মোদের দেখা।
হঠাৎ ঝড়ে হারিয়ে তোমায়
জীবন চলছে আঁকাবাঁকা।
সাঁঝের বেলায় পুকুরঘাটে
আসতে প্রতিদিন।
বন্ধুরা সব খোঁচাত আমায়
জীবন কাটত রঙিন।
সাগরতীরে কাটিয়েছি
কত না স্মৃতি মধুর।
সূর্যোদয়ে সাক্ষী ছিল
দর্শনার্থী ভরপুর।
পিকনিকে ছিলাম মোরা
দূর পাহাড়ের চূড়ায়
অপরূপ প্রকৃতির লীলাভূমিতে
মাতোয়ারা সবাই।
কলেজের মধুর স্মৃতিগুলো
নাড়া দেয় বেশ।
স্মৃতির পাহাড়ে বসে বসে
জীবনবায়ু হচ্ছে শেষ।
ভালোবাসা চিরদিন
অম্লান অমলিন।
বিচ্ছেদ যাতনা বাড়ায়
কষ্ট প্রতিদিন।
প্রেম অমর সকলে কয়
এ ধরার মাঝে।
বিরহ চিরন্তন সত্য
প্রকৃতির অপূর্ব সাজে।

Related Articles

Back to top button