গল্প-কবিতা
মেহেবুব হকের কবিতা ‘আমি স্বপ্নের ফেরিওয়ালা’
প্রতিদিন হাজারো স্বপ্ন
ফেরি করি
মানুষের কাছে।
বেঁচে থাকার স্বপ্ন
জীবনকে গড়ার স্বপ্ন
এমন অনেক স্বপ্নের
মাঝে আচ্ছন্ন থাকি আমি,
আচ্ছন্ন করি হাজারো মানুষকে ।
আমি নিশে যায়
সকলের সাথে ,
হয়ে উঠি তাদের
প্রাণের স্পন্দন
ছুঁয়ে যায় তাদের
মনকে গভীরে।
উপড়ে ফেলি
সকলের মনের যত জজ্ঞাল
বপন করি স্বপ্নের বীজ তাদের মাঝে ।
আমি স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি দূষনহীন পৃথিবীর ,
কলূষমুকত জীবনের
সৌহায্য সম্প্রতিতে ভরা
এক আলোকময় ভুবনের ।
স্বপ্ন দেখি আদর্শে অবিচল
দেশপ্রেমের , মানবতার সেবায়
উৎসর্গকৃত মহত প্রাণের ।
আমি স্বপ্নের ফেরিওয়ালা
সারাটি জীবন
স্বপ্ন ফেরি করতে চায়
চেয়ে থেকে অসীমের পানে
মুক্তির টানে ।