গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘স্বাধীনতা’

স্বাধীনতা কেমন?
একি সবুজ ধানের ক্ষেতে কৃষকের হাসি
না অন্য কিছু-গ্রাম্য শিক্ষকের প্রবাদ-প্রবচন।
জনতার সম্মুখে নে

তার ভাষণ।
স্বাধীনতা মানে কি মুক্তকণ্ঠে
অনন্ত প্রলাপ-আড্ডা,
নাকি স্বাধীনতা মানে বীরের বেশে
স্বদেশে বিচরণ।
শুধু কি এটাই স্বাধীনতা?
আমি বলি-
স্বাধীনতা মানে বঞ্চনা-শোষণের প্রতিবাদ;
স্বাধীনতা মানে আপসহীন সংগ্রাম।
স্বাধীনতা মানে বজ্রকণ্ঠে পরিবর্তনের অঙ্গীকার;
স্বাধীনতা মানে নবীন হৃদয়ে মূল্যবোধের বিকাশ।
স্বাধীনতা মানে দূষণমুক্ত বাতায়ন;
স্বাধীনতা মানে সবুজ শ্যামলিমায় ঘেরা প্রকৃতি।
স্বাধীনতা মানে দুরন্ত পথিকের অগ্রযাত্রা;
স্বাধীনতা মানে জনতার মাঝে বিজয়বার্তা।
স্বাধীনতা মানে পদে পদে আস্থা ও বিশ্বাস;
স্বাধীনতা মানে দেশমাতৃকার তরে চিরনিশ্বাস।

 

Related Articles

Back to top button