গল্প-কবিতাপ্রধান সংবাদ

নূরুন নাহারের কবিতা ”আমার মনের কথাগুলো”

আমার মনের কথাগুলো
উঠে মণিহার হয়ে দুলি।
যে বেদনা আমাকে গোপনে জড়ায়
আমি বাতাস হয়ে জড়াবো তোমার গায়-
তবু আমাকে দেব না ভুলিতে।
আমি সুগন্ধ ছড়াবো পথে পথে,
তবু আমাকে দেব না ভুলিতে।
আমি চাঁদ হয়ে জোছনা ছড়াবো
তবু আমাকে দেব না ভুলিতে।
বোঝাবো কাকে মনের কথা
মনে যে থেকে যায় অনেক ব্যথা।
শরতের আকাশে যে শিশির ঝরে
তাতে কি হৃদয়ে শান্তির পরশ পড়ে।
তা যদি সত্য হয়-
তবে যেন ঐ শান্তির পথ ধরি
চলে যেতে পারি ভব খেলা সাঙ্গ করি।

লেখক: নূরুন নাহার

Related Articles

Back to top button