প্রধান সংবাদ

বিদেশফেরত ৭ প্রবাসী হাসপাতালে

স্টাফ রিপোর্টার:
এশিয়া মহাদেশের ৬ দেশ থেকে আসা ৭ যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাদের বাংলাদেশ-কুয়েতমৈত্রী বিশেষায়িত হাসপাতালে পাঠিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে আসা ৭ যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি থাকায় কুয়েত-মৈত্রী বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীরা কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে এসেছে। ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল থেকে এখন পর্যন্ত তারা দেশে ফিরেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন থেকে যে যাত্রীগুলো এসেছে, তাদের স্বস্থ্য পরীক্ষা করে (থার্মাল স্ক্যান ও চিকিৎসকদের পরীক্ষা) হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে তাপমাত্রা বেশি পাওয়া গেলে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় ট্রলি, সিঁড়ি বসার জায়গা, প্যাসেজ দিনে ২ বার পরিস্কার করা হয় বলে জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল আহসান।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button