গল্প-কবিতাপ্রধান সংবাদ

বইমেলায় ঢুকতে লাগবে টিকার সনদ

স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় বইমেলা আয়োজনের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ির প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। ইতোমধ্যে বাংলা একাডেমি জানিয়েছে, এবার বইমেলায় ঢুকতে পাঠক-ক্রেতা ও দর্শনার্থীদের টিকার সনদ দেখাতে হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে সবাইকে। বইমেলায় যারা স্টল নিচ্ছেন .. প্রকাশক, বই বিক্রেতাসহ সবাইকে করোনার টিকার সনদ দেখাতে হবে।

বইমেলা থেকে টিকাও নেওয়া যাবে বলে জানান মহাপরিচালক নূরুল হুদা। তিনি বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে টিকার বুথ বসানো হচ্ছে। বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকা নিতে হবে। যারা টিকা নেননি এখনও, তারা এখান থেকে টিকা নিতে পারবেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে খেলাধুলা আছে সেখানে টিকা সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে। এগুলো বইমেলায়ও দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বইমেলা পেছানো হয়েছে।

সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য অমর একুশে গ্রন্থমেলা পেছানোর ঘোষণা দিয়েছে। গত ১৬ জানুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পরবর্তীতে মেলা শুরুর তারিখ জানানো হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধসহ জরুরি ৫ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে বলা হয়েছে, রাষ্ট্রীয়/সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button