ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন ভবন উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
সত্য নিষ্ঠ ভালো সংবাদ পরিবেশন করে মানুষের নৈতিকতা বৃদ্ধি করার মনোভাব অব্যাহত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রাজধানীর পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন ভবন উদ্বোধন করতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় এই নতুন ভবনটি উদ্ভোধন হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহম্মেদ খানের সঞ্চালনায় নতুন ভবনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বিপু বলেন, ‘সকলের সহযোগিতা ছিল বলে এই কাজটি সম্পন্ন হলো। আমাকে বলা হয়েছিল সাধারণভাবে এটি করে দেয়ার জন্য। কিন্তু আমি তাতে রাজি হইনি। আমি বলেছি ভালো করেই এটি সম্পন্ন করা হবে।’
তিনি বলেন, ‘কাজটি সম্পন্ন করতে কমিটির লোকজন বহুবার আমার সাথে মিটিং করেছেন। ডিজাইন পরিবর্তনসহ নানা ধরণের কাজ আমাকে নিয়ে করেছেন। কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে তারা প্রচুর পরিশ্রম করেছেন।’
তিনি আরো বলেন, ‘যারা ভালো কাজ করে তাদের উৎসাহিত করবেন, আর যারা খারাপ কাজে জড়িত তাদের সমালোচনা করবেন।’
চিত্রদেশ //এল//