নারী মঞ্চপ্রধান সংবাদসংগঠন সংবাদ

প্রেসক্লাবের প্র্রথম নারী সভাপতি ফরিদা, সম্পাদক ইলিয়াস

স্টাফ রিপোর্টার:
জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো নারী সভাপতি নির্বাচিত হলেন ফরিদা ইয়াসমিন। তিনি পেয়েছেন ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছে ৩৯৩ ভোট।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

২০২১-২২ মেয়াদে ব্যবস্থাপনা কমিটি অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ (৪১৩), সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা (৬১৫), যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম (৫৭৭, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী (৭০৬)।

সদস্যরা হলেন- আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, কাজী রওনক হোসেন, শাহনাজ বেগম পলি ও বখতিয়ার রানা।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ১৫১টি।

প্রসঙ্গত, ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেসক্লাবের প্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক এবং বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা। এছাড়া বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম অ্যাগেনিস্ট ট্রাফিকিংয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। মিডিয়াতে নারীর ক্ষমতায়নে কাজ করায় ২০১৭ সালের ৭ মে তিনি যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টটেটিভ থেকে বিশেষ কংগ্রেশনার রিকোগনিশন এবং নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট অফিস থেকে পেয়েছেন ‘কংগ্রেসনাল স্পেশাল সার্টিফিকেট’।

ফরিদা ইয়াসমিন ১৯৬৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেন। তার জন্ম নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামে। তার বাবার নাম সাখাওয়াৎ হোসেন ভুঁইয়া এবং মায়ের নাম জাহানারা হোসেন।

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button