প্রযুক্তি
টিকটক ঠেকাতে ফেসবুকের লাসো
প্রযুক্তি ডেস্ক:
খুব শিগগিরই দক্ষিণ এশিয়ায় আসছে ফেসবুকের শর্ট ভিডিও তৈরির অ্যাপ্লিকেশন লাসো। গত বছর যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছিল।
শুরুতে দক্ষিণ এশিয়ার ভারতের ব্যবহারকারীদের জন্য আসছে লাসো।
ভারতে টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় পড়বে লাসো। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতোমধ্যেই ফেসবুকের সিঙ্গাপুরের একটি দল লাসো অ্যাপের ওপর কাজ শুরু করেছে। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনও থাকতে চলেছে এই নতুন অ্যাপে।
এই লাসো অ্যাপে মিউজিকের জন্য একটি বড় লাইব্রেরি থাকবে। এছাড়াও ক্যামেরায় ভিডিও এডিটিং টুল সহ আরো অনেক ধরনের ইফেক্ট থাকবে। ব্যবহার করা যাবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ।
চিত্রদেশ//এস//