গল্প-কবিতা

কানিজ কাদীরের গল্প ‘উপলক্ষে অবকাশ’ (১ম পর্ব)

মনটা খুবই অস্থিরতা ও একঘেয়েমিতে কাটছিল। অফিস, বাসা এর মধ্যেই জীবন ঘুরপাক খায়। এর মধ্যে চৈতীর বিয়ের উপলক্ষটা যেন মনে একটু স্বস্তি এনে দিল। বিয়েটা যেন মুখ্য নয়।এ উপলক্ষে একটু ঢাকার বাইরে যাওয়া যাবে ভাবছিল আফিয়া। ঢাকার ব্যস্ত জীবনে আমরা এতটাই ব্যস্ত যে খাওয়া, ঘুম, টিভি দেখা, প্রয়োজনীয় কাজ ছাড়া নিজেদের মধ্যে স্বাভাবিক বাক্য বিনিময়ও যেন ভুলে গেছে সবাই। একসাথে বসে সুমুধর বাক্য বিনিময় একপর্যায়ে এসে তিক্ততায় পরিণত হয়। শোবার ঘর, টিভি,পড়াশুনা, খাবার টেবিল, তর্কবিতর্ক, অফিস, প্রাকটিস,মার্কেট করতে করতে যেন পরিবারের সবাই হাঁপিয়ে উঠেছে। এত সুন্দর আকাশ, এত সুন্দর সূর্যাস্ত, মায়াবী চাদঁ, সবুজ মাঠ, নদী, ফুল,পাখী, এত প্রকৃতি আমাদের চারদিকে আমরা তা যেন ভুলে যাই। যে প্রকৃতি আমাদের মনকে করে আন্দোলিত তা থেকে রস আহরণ করতেও আমরা ভুলে যাই।’ ভাবছিল আফিয়া। এর মধ্যে চৈতীর বিয়ে উপলক্ষে ঢাকার বাইরে ঘোরার একটু ফুরসতও যেন পাওয়া গেল।শুক্রবার।২০ তারিখ চৈতীর বিয়ে। সকলের নাস্তা সেরেই সবাইকে নিয়ে প্রাইভেট কারে উঠলো আফিয়া। গাড়িতে আফিয়া তূর্য, তপতী ও ওদের বাবা। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। সবাই দুপাশের দোকানপাট, সাইনবোর্ড,লোকজন , বিজ্ঞাপন দেখতে দেখতে যাচ্ছিল। তূর্য মোবাইলে গান শুনছিল। তপতী যেন আনমনে কি ভাবছিল। তপতীর বাবা পেপার পড়ায় মগ্ন। আফিয়া ভাবছিল আমাদের দেশের অতি সাধারণ মানুষজনের কথা। শিক্ষিতের হার আমাদের দেশে এখনো অনেক কম। মাঝে মাঝে বাংলালিংকের বিজ্ঞাপন চোখে পড়ছিল। ” দিন বদলের পালা। বাংলালিংক দিন বদলে বিশ্বাস করে।’দিন বদল এ কথা ইদানিং সব জায়গায় চালু হয়েছে। মিডিয়ায় দিন বদল, রাজনীতিতে দিন বদল, নতুন প্রজন্মে দিন বদল। দিন বদল চলছে তো আদিকাল থেকে। পৃথিবী এগুচ্ছে দিন বদলের আশা নিয়েই । সভ্যতা হয়েছে দিন বদলের বিশ্বাস নিয়েই। সবাই দিন বদল চায়। সবাই সম্মুখপানে ছুটছে যেন রঙিন স্বপ্ন নিয়েই।
ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙিন,
ছুটে আয়রে, লগন বয়ে যায়রে
মিলন-বীণ ঐ তো তুলছে তান
শোন ঐ আহ্বান।
সবাই দিন বদল চায়। দিন বদল যেন হয় সুখী ও সুন্দরের। কুৎসিত কদাকারকে ছাপিয়ে সুন্দরের জয়গান যেন হয় সর্বত্র। তবে সে সুন্দর শুধু বাহ্যিক নয়, অন্তরের প্রসারতাই হবে আসল সুন্দর। চাষি যেমন চায় ফসলে তার মাঠ ভরে উঠবে গোলা ভরে উঠবে সোনালি ফসলে। মুখে হাসি ফুটবে। তেমনি সবাই চায় নতুন সাফল্য তার নতুন দিনের দিগন্ত উন্মোচিত হবে। রাজনীতিবিদদের দিন বদলের চিন্তা একটু অন্যরকম। আমাদের দেশের রাজনীতির দিন বদল ক্ষমতা ,দলীয়করণ, সুবিধাভােগের দিনবদল। একে অন্যের দোষারূপ করাই যেন দিন বদল। ক্ষমতার বদল হয় সত্যি। দিন বদল নয় হয় শুধু দল বদল। সেই একই চেহারা। শুধু এক পাত্রের তেল আরেক পাত্রে ঢালা। শুরু হয় বদলি, স্বজনপ্রীতি, তোষামোদী আর প্রমোশনের দিন বদল। কিছু রাজনীতিবিদের লাগামহীন দুর্নীতি রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা অনেকখানি কমিয়ে দিয়েছে।

যেতে যেতে তূর্য বলল, ”মা দেখ একটা মেয়ে কেমন খুঁড়িয়ে খঁড়িয়ে হাঁটছে।’ ওর পা দুটো এত চিকন কেন? ‘ মা আফিয়া বলল, ”সত্যিই একটা কিশোরী মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে।” তূর্য বলল ‘মা ওর পা দুটো অত চিকন হলো কী করে? আফিয়া বলল ”জানি না, ছোটবেলায় কোনো অসুখ হয়েছিল বোধহয় অথবা পোলিও টিকা খায়নি।” তাই পোলিওমাইলাইটিস রোগ হয়ে হয়তো পাটি অত চিকন ও খোঁড়া হয়ে গেছে।” কিছুদূর যেতেই চোখে পড়ল একজন বর সেজে বিয়ে করতে যাচ্ছে। গলায় চিকচিকে কাগজের মালা, মাথায় পাগড়ি, পান্জাবি, পাজামা পরে রিকশায় চড়ে যাচ্ছে বিয়ে করতে।’ অতি সাধারণ বিয়ে তবুও দিন বদল।ভবিষ্যতের স্বপ্ন, আশা নিয়েই তো এই দিন বদলের শুরু।

(চলবে)

 

 

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button