গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘শ্যামলীর মােড়ে’

সন্ধ্যায় বের হয়ে
শ্যামলীর মোড়ে-
ভাবি এ কোন শহর আমার,
যেন সবকিছু জাপটে ধরছে আমায়,
এই বুঝি পড়লো এসে গায়ে।
রিক্সা, ভ্যান, সাইকেল টেম্পু,বাস ট্রাক-
কি চলছে না এই রিংরোডে।
চারিদিকে শব্দ, চিৎকার , চেচামেচি
এ যেন এক অধৈর্যের ধৈর্য হারার মেলা।
রাস্তা পারাপার যেন এক কঠিন পরীক্ষা,
সব যানে চলছে জটলা ভীষণ রকম।।
এদিকে লোকে লোকারণ্য ফুটপাথে
বসেছে অনেক রকম পসরা,
বসেছে কাপড় চোপড় নিয়ে।
একটু এদিক সেদিক হলেই
লাগছে ধাক্কা যেন গায়ে।
বসেছে কাপড় চোপড় নিয়ে।
কেউ বা জুতো, ফিতে, ক্লিপ-
কেউ করছে বিক্রি চটপটি, পিঠে
ফল, ফলাদি, আর কত যে কি!
যেভাবে পারে সাজিয়েছে
জীবন সংগ্রামের ডালা।
তাকে যে বাচঁতে হবে এই দেশে,
কেউ বসে নেই চলছে্ নিজের বেশে।
এমনি এই শহরে মোড়ে
কতনা লোক হাটঁছে চলছে-
আর ভাবছে এই তো জীবন।।
জীবন মানেই সংগ্রাম,
সংগ্রামের মাঝেই বেচেঁ থাকা।
চলছে সবার শুধু
বেচেঁ থাকার প্রতিযোগিতা।
কে যাবে আগে কাকে ছাড়িয়ে
কেউ যেন মানছে, না কাউকে।।
কেউ বা, ভাবছে এই যে এতো-
উচুঁ উচুঁ দালান চারিদেকে।
তবুও তো নেই শান্তি এই শহরে।
এর মধ্যে কেউ হয়তো নিয়েছে ভেবে
এদেশে থেকে হবে না কিছুই
চলে যাব কোন্ দূরদেশে।
আমি ভাবছি-যাবো কোথা
এ যে আমার জন্মভূমি।।
এই যে শব্দ, যানজট,চিৎকার, চেচামেচি
নোংরা চারিদিক-
আমাকে বাঁচতে হবে এই জনবহুল দেশে
এইসব নিয়েই, এ যে আমার দেশ,
এ মাটিতেই যে হবে আমার স্থান।
আমি শুধু চাই-কিছু সৎলোক, সৎ উদ্যোগ,
কিছু মহাগুরু,যাদের হাঁতের ছোঁয়ায়-
আমার এই খনির দেশ, শ্যামল দেশ,
সোনালী ধানের দেশ,
ষোলকোটি মানুষের দেশ
সত্যিই হবে একদিন-
সুন্দর দেশ, নিয়মের দেশ।।

Related Articles

Back to top button