গল্প-কবিতা

সঞ্জীবনী মন্ত্র

মেহেবুব হক

সারাদিনের অক্লান্ত পরিশ্রম ও হাড়ভাঙা খাটুনির পর
তোমার ঠোঁটের কোনে একচিলতে মৃদু হাসি
নিমিষেই ভুলিয়ে দেয় দুঃখ কষ্ট ও যন্ত্রণার ধ্রুপদী সংগীত
মিটিয়ে দেয় অন্তরাত্মার অতলস্পর্শী হাহাকার
আবারো সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে
জীবনের বহু চড়াই উতরাই ডিঙিয়ে
ফিরে পাই নব উদ্যমে , উৎসাহ ও উদ্দীপনায় কাজ করার অমিয় শক্তি
ভুলে যাই ব্যর্থতার অজস্র গ্লানি
হতাশার ঘন কালো ছায়া
হৃদয়ছোঁয়া আশা ও আকাশভরা স্বপ্ন নিয়ে
ছুটে যাই সাফল্যের শীর্ষচূড়ায়
তবুও উঁকি দেয় শঙ্কা মনের মাঝারে ক্ষণে ক্ষণে
তোমাকে হারাবার ভয়ে শুকিয়ে যায় প্রণয়ের খরস্রোতা নদী
সৌরভহীন হয়ে পড়ে অন্তরাত্মার লালগালিচা
দ্যুতিহীন হয়ে পড়ে জীবনের সকল রঙ –ঢঙ
বুঝেছি এতটুকুই , তুমিই জীবনে একমাত্র সঞ্জীবনী মন্ত্র
হৃদয় প্রকোষ্ঠে প্রজ্বলিত অনির্বাণ দীপশিখা
আবারো কখনো বা তুমিই আঁধার রাতে জ্বলন্ত মশাল
তুমিই দেখিয়ে চলেছ অদৃষ্টের পথ
দিয়েছ দিশা মুক্তির
বপন করেছ বীজ শান্তির
উড়িয়েছ পতাকা সমৃদ্ধির ।

তাংঃ ১৮/০৮/২০২০, ঢাকা ।

 

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button