গল্প-কবিতা

কানিজ কাদীরের কবিতা ‘নষ্টালজিয়া (স্মৃতি বিধূরতা)

স্তিমিত আলো, আবছায়া যেন চারদিক
মৃদুকম্প বুকে মিহি সুর বাজে
এমনই বোধ হয় যখন তখন।
চারদিকে এক মোহময় মায়া
আচ্ছন্ন যেন করে সারাক্ষণ।
এর শেষ কোথায়?
ঘুরে দেখি ফিরে তাকাই
কেউ যেন কারো নয়,
শুধু প্রয়োজন আর প্রয়োজন।
কেন এত আয়োজন
এর মূল্য কোথায়?
কখনো কাঁদা, কখনো হাসা
কিভাবে হবে সে খুশি,
তুমিই বা কি চাও,
বলতে কি পারো
এর সত্যিটা কি?
ভেবে ভেবে দিশেহারা
অন্তর আত্মা নীরব একাকী
মিলাতে চায় শুধু মঞ্চটা।
এর শেষ অংকটা কি!

Related Articles

Back to top button