আন্তর্জাতিকপ্রধান সংবাদ

করোনা সংক্রমণে ফের রেকর্ড ভারতে, একদিনে প্রায় ৩০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণে ফের নতুন রেকর্ড হলো ভারতে। এবার একদিনেই প্রায় ৩০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৯ হাজার ৪২৯ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৫৮২ জনের।

সোমবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ১৮১ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯২ হাজার ৩১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২০ হাজার ৫৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৬৩ দশমিক ২ শতাংশ। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০৯।

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬ হাজার ৭৪১ জন আক্রান্ত হয়েছেন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৬৬৫। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৬৯৫।

দ্বিতীয় স্থানেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৩২৪ জন। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৯ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৪৬। মৃতের সংখ্যা ৩ হাজার ৪৪৬।

চিত্রদেশ//এস//

 

Related Articles

Back to top button