প্রধান সংবাদ

পানির যত্নে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:
পানির অপচয়রোধ ও পানির যত্নে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ভূগর্ভের পানির বদলে ভূ উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সোমবার (৪ এপ্রিল) বিশ্ব পানি দিবস-২০২২ উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, “পানির অপর নাম জীবন। কাজেই পানি সম্পদকে রক্ষা করা এটা আমাদের একান্তভাবে প্রয়োজন।”

তিনি বলেন, “ভূগর্ভের পানি যত কম ব্যবহার করা যায়, আর ভূ উপরিস্থ পানির যত বেশি ব্যবহার করা যায় সে দিকে লক্ষ্য রেখেই আমরা সমস্ত পরিকল্পনা নিচ্ছি।”

এসময় পানির অপচয়রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “পানির অপচয় রোধ করতে হবে। আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যত প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। পানিসম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সম্পদই থাকবে না।”

তিনি বলেন, “বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। আশপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও সচিব কবির বিন আনোয়ার।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button