আনন্দগুলো আমাদের-
গুমড়ে গুমড়ে কাঁদে,
হতাশা আমাদের কুড়েঁ কুঁড়ে খায়।
বিশ্বাসগুলো ভেঙে হয় খান খান।
আমরা আনন্দ পেতে চাই-
কিছু অসংগতি আমাদের নিরানন্দ করে।
আমরা উৎফুল্ল হতে চাই,
কিছু অনিয়ম আমাদের ক্ষীপ্র করে।
আমরা আপ্রাণ ভাল থাকতে চাই,
কিছু কষ্ট আমাদের অসহিষ্ণু করে।
আমরা চাই ভালোবাসার নির্মল নির্যাস,
অংক কষা জীবনের হিসাব
সব-সব ভন্ডুল করে।