গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘আমি শিখি’

- মো: মেহেবুব হক

আমি শিখি
ঘরের ছোট্ট নীড়ে,
তালপাখার হাওয়ায় মমতাময়ী জননীর কোলে-

সবুজ ধানের ক্ষেতে মেঠো পথে,
আঁকড়ে ধরে পিতার হাতের স্নেহের পরশে।
আমি শিখি
শিক্ষকের প্রবাদ-প্রবচনে,
সহপাঠীর সাথে খেলার মাঠে-

বিবাদের সুরে মান-অভিমানে,
বন্ধুত্বের টানে সেতুবন্ধনে।
আমি শিখি
-কৈশোরের উদ্দীপনায়,
সৃষ্টিসুখের উল্লাসে বাঁধনহারা পথে-

তারুণ্যের নায়ক হয়ে অজানা দুনিয়ার খোঁজে,
তপ্ত সাহারার বুকে পৃথিবীর পথে-প্রান্তরে।
আমি শিখি
-যৌবনের টানে,
হৃদয়-নিংড়ানো ভালোবাসা উজাড় করে-

চেয়ে থাকি প্রেয়সীর হাস্যোজ্জ্বল নিষ্পাপ মুখের পানে,
রাগে-অনুরাগে অপেক্ষার পালাবদলে।
আমি শিখি
-কর্মব্যস্ততায়,
মাথার ঘাম পায়ে ফেলে জীবনসংগ্রামে-
শাণিত মেধার চমকে অনুপ্রেরণার ভানে,
ক্লান্তির শেষ প্রহরে সময়ের টানে।
আমি শিখি
-প্রৌঢ় বয়সে,
চেনা মানুষের ভিড়ে আপন আলয়ে,
অসুস্থতার ফাঁকে মানুষের হাঁকডাকে

বিষণ্ণ হৃদয়ে অবেলায় জীবনসায়াহ্নে ।
আমি শিখি
-প্রকৃতির মাঝে, সাধনার নির্লিপ্ততায় বনে জঙ্গলে-

হিমালয়ের তুষার-শুভ্র চূড়ায়,
মহাকাশের পথে সৌর তারামণ্ডলে।
আমি শিখি
-কালের বাস্তবতায়,
আবেগতাড়িত হৃদয়ে ঋদ্ধ রিক্ত হয়ে-
নিষ্ঠুর এ ধরণীর বুকে ছলছল চোখে,
আল্লাহর অপার করুণায় সৃষ্টির অলখে।

Related Articles

Back to top button