গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা প্রেম

প্রেম মানে বশে আসা প্রেম মানে রঙ্গ
প্রেমের লাগি সদা চাই তোমারই সঙ্গ ।
প্রেম মানে আপন মাঝে শুধু রঙের খেলা
ভবের দুনিয়ায় দেখি সব লাইলি মজনুর লীলা।
কাঁঠালের আঠার মতো প্রেমের আছে বাঁধন
সব প্রেমের হয় না দশা দুই দেহ এক মন।
প্রেমের আছে জ্বালা মন পুড়ে হয় ছাই
অন্তরের মাঝে বাঁশি বাজাই শুধুই কানাই।
রূপ-রস দেহ-মন সবকিছু তুচ্ছ
প্রেম বিনা সব হয় আঁধার অস্পৃশ্য।
তিমির রাতে তোমার সনে করি সদা আলাপ
কাকডাকা ভোরে সাঙ্গ করি প্রেমেরই ভাব।
প্রেমের লাগি নেই বয়স নেই উচ্চ নীচ
প্রেমগুণে আপন মনে মানুষ হয় চিরঞ্জীব ।
প্রেম স্বর্গ প্রেম নরক প্রেমে পূর্ণ এ ভুবন
হিয়ার মাঝে আপন সাজে বসত করে কে জন।

Tags

আরও

Leave a Reply

Back to top button