প্রধান সংবাদ

মিরপুরে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার:
পাইপলাইন মেরামতের জন্য আজ বুধবার রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল।

এতে বলা হয়েছিল, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্বপাশের এলাকা, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পাশ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নতুন পাইপলাইন স্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

চিত্রদেশ//এলএইচ//

আরও

Leave a Reply

Back to top button