গল্প-কবিতা

এসো ফিরে মাহে রমজান

মেহেবুব হক

রমজান তুমি এসেছিলে নিয়ে
রহমত,বরকত ও মুক্তির পয়গাম,
পেরেছি কি আমরা হতে অন্তরে শুদ্ধ
করি প্রশ্ন কতটুকুই বা হয়েছি বিবেকবান।
নামাজ-রোজায় কেটেছে বান্দার
সারাটি মাস খুজঁতে মাহে রমজানের ঘ্রাণ,
উজাড় করি সঁপি কায়মন আল্লাহকে
পেত দিল ও মনে পবিত্রতার নিশান।
রমজান তুমি এনেছিলে সাথে
সত্যের আলো ছড়াতে সারা জাহান,
ছাড়ি অন্যায়, হিংসা, বিদ্বেষ
মানুষের শুভশক্তি আজ বেগবান।
তোমারই নূরের ঝলকানিতে
হয়েছে বান্দার দিল রৌশন,
এসো ফিরে তুমি আমাদের মাঝে
সকলে চিনুক মাহে রমজানের শান।

 

২৮.০৫.১৯ ঢাকা

 

কবি মেহেবুব হক

আরও

Leave a Reply

Back to top button