গল্প-কবিতা

নূরুন নাহারের কবিতা ‘স্মৃতি’

ছোটবেলার দিনগুলো কখনো যায় না ভোলা
বার বার মনে এসে দেয় যে সে দোলা।
সারা দিন খেলাধুলা করতাম ঘুরে ফিরে,
সেদিনগুলো এখন রয়ে গেছে অনেক দূরে।
কখনো ফিরতাম বাড়ি রক্ত শাপলা হাতে,
মা বলতেন, এত ফুল পেলি কোথা হতে।
সেই যে স্কুলের বকুল গাছটির তলে,
ছুটে যেতাম প্রায়ই সকলে দলে দলে।
বকুলের গন্ধে আসতে যেতে মন হতো আকুল,
আবার ছুটতে সেথায় মন হতো ব্যাকুল।
প্রতিদিন স্কুলের পথে বুড়ো এক বাদামওয়ালা দেখতে পেতাম,
কত না তার কাছ থেকে মচমচে বাদাম কিনে খেতাম।
সাথীদের নিয়ে খেলেছি কত না পুতুল খেলা,
হাঁড়িপাতিল নিয়ে বসতো যেন পুতুল বিয়ের মেলা।

বাড়িতে মোদের ছিল নানা আয়োজন
কত লোকের কত যে ছিল প্রয়োজন।
গাছগাছালিতে ভরা বাড়িটিতে ছিল পাখিদের কলরব,
সারা বছরই থাকতো সেথা পিঠা-পুলির উৎসবে।
আম-লিচু-কাঠাঁল, বড়ই এর গন্ধে বাড়িটা ছিল মউমউ,
আমাদের মনে ছিল যেন কত না খুশির ঢেউ।

এত স্মৃতি কোনটা রেখে কোনটা বলি,
এত দীর্ঘ যাত্রা পথ কি এমনি এমনি যায় চলি।

 

লেখক: নূরুন নাহার

Related Articles

Back to top button