রোগ থেকে দ্রুত আরোগ্য লাভের দোয়া
লাইফস্টাইল
সুস্থতাই হচ্ছে মানুষের জীবনের সেরা সুখ ও শান্তি। আল্লাহর তিনিটি রহমতের মধ্য একটি হলো ‘সুস্থতা’। আর এই ‘সুস্থতা’ হলো মহান আল্লাহ তাআলার নেয়ামত। এজন্য সকল মানুষের উচিত নিজের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা।
খাটি মুমিনের অসুস্থতার মাধ্যমে পাপ মোচন হয়। হজরত মুহাম্মদ (সাঃ) মানব জীবনের সব সমস্যার সমাধানে দিয়েছেন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা।
এখনই জেনে নিন রোগ থেকে দ্রুত আরোগ্য লাভের দোয়া-
উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান-নাসি মুজহিবাল বা’সি, ইশফি আনতাশ-শাফি, লা শাফি ইল্লা আনতা শিফায়ান লা য়ুগাদিরু সুকমা।
অর্থ: হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী- আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে।
উপকার: আনাস বিন মালিক (রা.) বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়-ফুঁক করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৭৪২)
চিত্রদেশ//এস//