ফেসবুকের ‘বিরক্তিকর’ বিজ্ঞাপন বন্ধের উপায়
প্রযুক্তি ডেস্ক:
ফেসবুকে বিজ্ঞাপন নিয়ে কি আপনি খুব বিরক্ত? আসুন আগে জেনে নিই, এই বিড়ম্বনার শুরু কীভাবে হয়। হয়তো খেয়াল করেছেন, ফেসবুকে আপনার ওয়ালে একই ধরনের জিনিসের বা বিষয়ের বিজ্ঞাপন দেখাচ্ছে একের পর এক।
এর কারণ হচ্ছে, কোনো কিছু খুঁজতে একবার গুগল বা কোনো ওয়েবসাইটে ঢুকেছেন আপনি, পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেসব পণ্য বা সেবার বিজ্ঞাপনই আপনাকে দেখাবে বারবার।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনেক প্রযুক্তিবিদদের মতে, আপনার বর্তমান লোকেশন থেকে শুরু করে আপনার গোপন তথ্য মোটা অঙ্কে বেচাকেনা চলে। ফেসবুক ব্যবহার না করেও প্ল্যাটফর্মটি কাউকে ট্র্যাক করে বলে অভিযোগ আছে।
বেশ কয়েকটি কোম্পানি ফেসবুককে আপনার বাস্তব জীবনের নানা ‘অ্যাক্টিভিটি’ সম্পর্কিত তথ্য সরবরাহ করে। ফলে আপনার প্রোফাইল যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার হওয়ার জন্য আসলে উন্মুক্ত।
এখন কীভাবে সেটি বন্ধ করবেন? প্রথমে ফেসবুকের সেটিংসে প্রবেশ করুন। সেখানে থেকে ফেসবুক ইনফরমেশন, এরপর ‘Off-Facebook activity’ অপশনে ক্লিক করুন। এই অপশন থেকেই আপনার অ্যাকাউন্টে বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে পারবেন।
চিত্রদেশ এস//