প্রধান সংবাদবিনোদন

মাধুরীর বড় চমক

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বরাবরই গাড়ির শখ রয়েছে মাধুরীর। বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন তিনি। এবার বছরের শুরুতেই বড় উপহার পেলেন এ অভিনেত্রী। বিলাসবহুল এই গাড়ির দাম ৬ কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে অভিনেত্রীর গ্যারেজে নতুন বিলাসবহুল গাড়ি। একটি লাল রঙের ফেরারিতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছেন তিনি।

স্ত্রী মাধুরীকে খুশি করতে একটি বিলাসবহুল গাড়ি কেনেন ডাক্তার স্বামী শ্রীরাম নেনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাধুরী নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন কালো রঙের একটি ড্রেস পরে।

সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। তিনি পরেছিলেন সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট। লাল গাড়ি কিনে সেই গাড়িতে স্ত্রীকে নিয়ে ফেরেন তিনি। ইনস্টাগ্রামে ইতোমধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির ।

অভিনেত্রী মাধুরীর ব্যক্তিগত কালেকশনে রয়েছে- মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, ট্রুবো এস ৯১১। এসব গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা।

প্রসঙ্গত, বর্তমানে সিনেমা কমই করেন মাধুরী। গত বছর ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন তিনি। ব্যবসায়িক সফল ছিল সেই ছবি। তার একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। পাশাপাশি একাধিক ব্যবসায় বিনিয়োগ করেছেন।

সূত্র: জি নিউজ।

Related Articles

Back to top button