গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘ভ্রম’

ক্লান্ত , নিঃশব্দ রাত্রির কোলে আলতো মাথা রেখে
অনুপম স্বর্গীয় সুখের চিন্তায় পুনঃপুনঃ বিভোর থেকে
আমি ধিরে ধিরে হারিয়ে যাচ্ছি ঐশী ভালোবাসার অচিন্তনীয় দিগন্তে ।
নিঃশেষ হয়ে গেছে হতাশা ও গ্লানির কালো পাহাড়
দুশ্চিন্তা ও দুর্ভাবনার গরম নিঃশ্বাসে আশা যুগিয়েছে মজবুত আত্মবিশ্বাস
মানসিক নিঃসঙ্গতায় সার্বক্ষণিক সঙ্গী হয়েছে মানবিক বৈরাগ্য ।
তবুও চিরদিন অশান্তির ভুবনে সুখতাঁরার পাখিরা ঘোরে
সবর ও ধৈর্যের চোরাবালিতে ঈমানের পতাকা ওড়ে
ভালোবাসা , ঘৃণা , ক্রোধ সবই ভ্রম মনে হয় অন্তিম জীবন সায়াহ্নে ।

Related Articles

Back to top button