গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘পার্থিব সত্য’

মিলন-বিরহে সুখ-দুঃখের সাগরে
আমি বহুকাল নোঙর করে চলেছি ক্লান্ত পথিকের ন্যায়।
যেখানে সমাজ-সংসার যেন এক বিড়ম্বিত বাস্তবতা,
তুষারশুভ্রের ন্যায় শীতল করে ফেলে আমার দেহ-মন।
নিজেকে খুঁজে ফিরি অনন্তকালের পথে

স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হয়ে শান্ত হতে চায় আমার মন।
স্বস্তি পেতে চাই চিরকালের তরে,
নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে।
বন্ধকময় কণ্টকাকীর্ণ পৃথিবীতে শুরু বলে কিছু নেই

এখানে সবকিছু শেষ হয়,
কামনা-বাসনা, লোভ-লালসার মোহে মানুষ;
বন্ধক দেয় বিবেক।
বিচারহীন মন শুধু অবিচারের আশায়
নিজেকে আড়াল করে চিরজনমের ভরে।
পর্দা ফেলে সত্যের আলোকে রুদ্ধ করে
গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে,
সান্ত্বনা খোঁজে কর্মের মাঝে নিত্যনতুন সাজে।
পালাবদলের প্রতিহিংসায় জর্জরিত মন নিজেকে
আবিষ্কার করে নির্জন প্রবাসে।
একাকিত্ব তাড়া করে বেড়ায়,
নির্মম, দুঃসহ করে তোলে মোর জীবন।

Related Articles

Back to top button